বীরভূম: ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজের সম্মানের পথে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি টুইটে লিভিং ইউনিভার্সিটি হিসেবে এ ধরনের খবরে খুশির হাওয়া শান্তিনিকেতনে (Santiniketan)। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে পড়ুয়া, আশ্রমিকরা প্রায় সকলেই উচ্ছসিত।
উল্লেখ্য, মঙ্গলবার অর্থাৎ ২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিনে বিশ্বভারতীর এই স্বীকৃতি সম্মান সংক্রান্ত খবর বিশেষ ঐতিহ্যবাহী বলে মনে করেন অধ্যাপকরা। বর্তমানে উপাচার্য দিল্লিতে রয়েছেন। তিনি ফিরে এলে এ নিয়ে উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশাবাদী অধ্যাপকরা।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় (World Heritage List)বিশ্বভারতীর নাম ওঠার সম্ভাবনায় খুশি ব্যক্ত করেন প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর। কিন্তু এরই পাশাপাশি বর্তমান বিশ্বভারতীর অচল অবস্থার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ ব্যাপারে খুশির পাশাপাশি বিশ্বভারতীর শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন পড়ুয়ারাও।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে অগ্নিদগ্ধ গৃহবধূ