পুরুলিয়া: বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে যখম দুই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া(Purulia)শহরে নডিহা এলাকায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সূত্র মারফত জানা যায়, শিমুলিয়া দিক থেকে একটি বাইকে মহিলা সহ দুই জন পুরুলিয়া শহরে দিকে আসছিল। সেই সময় আড়ষা গামী একটি যাত্রীবোঝাই বাস পুরুলিয়া নডিহা এলাকায় পৌঁছাতেই বাইক ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনায় বাইকে থাকা মহিলা সহ দুইজন গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই বাইক আরোহী টামনা থানার কোটলোই গ্রামের বাসিন্দা অরুন কুমার ও অঞ্জনা কুমার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনা পরে বাস চালক পলাতক।
আরও পড়ুনঃ ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি