পূর্ব মেদিনীপুর: আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোচা (Mocha Cyclone)। সেক্ষেত্রে মোচার কারণে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় জোর তৎপরতা শুরু হয়েছে জেলায়। শনিবার কোলাঘাট ব্লকের পাইকপাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোকাবিলায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
একইসঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক ও সচেতন করা হয় সংশ্লিষ্ট প্রশাসনের তরফে। কৃষি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে মোচা মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা দিয়ে বিষয়ে তাদের অবহিত করা হয়। মাঠের ধান সবজি সহ বিভিন্ন ফসল তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয় সংশ্লিষ্ট কৃষি দপ্তরের তরফে।
এমনকি বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতেও কৃষিজীবী মানুষজনের সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় মানুষজনেদের। এদিন, উপকূলবর্তী এলাকায় মানুষজন সহ বিভিন্ন গবাদি পশু রক্ষার ব্যবস্থাদি বিষয়ে আলোকপাত করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। এলাকায় ঝড় মোকাবিলায় ত্রাণ শিবির ও খোলা হয়েছে বলে জানান তারা।
আরও পড়ুনঃ অটো- ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪