উত্তর বঙ্গ: পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য আবার সুখবর ভারতীয় রেলের তরফে। এবার রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া পুরীর (Puri)পর এবার নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)থেকে গুয়াহাটি (Guwahati)। রবিবার ভোরের দিকে তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হল। এদিন ভোর ছটা দশ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় এই মুহূর্তে দেশের সবচেয়ে মর্যাদা পূর্ণ এই ট্রেন।
আজকের এই ট্রায়াল রানের মধ্য দিয়েই সুনিশ্চিত হল, উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বন্দে ভারতের ট্রায়াল রানে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার।
তিনি জানান, ‘এনজেপি- গুয়াহাটি’ বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য দিন ২৫ মে। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, রঙ্গিয়া এবং কামাক্ষা স্টেশনে। তবে রেল বোর্ডের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি বলে জানান সঞ্জয় বাবু।
আরও পড়ুনঃ দুর্গাপুরে তারকার হাট