পশ্চিম মেদিনীপুর: দাদা অভিনেতা দেব বর্তমানে তৃণমূলের সাংসদ। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর মেলেনি তারও। অথচ এর জন্য কাটমানি দিতে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। তৃণমূল সাংসদ তথা ডাকসাইটে অভিনেতা দেব ওরফে দীপক অধিকারীর (Deepak Adhikari) ভাই বিক্রম অধিকারীর এমনই অভিযোগে রীতিমতো শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তবে এখানেই শেষ নয়, তার ঘাড়ে বন্দুক রেখে ঝামেলা বিবাদ নিষ্পত্তির নামে তোলাবাজি চালানো হচ্ছে তৃণমূলের তরফে বলে অভিযোগও করেন বিক্রমবাবু। উল্লেখ্য, অভিনেতা তথা সাংসদদের বাড়ি কেশপুরের মহিষদা গ্রামে। সেখানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করেন বিক্রম অধিকারী। কিন্তু অনটন সত্ত্বেও আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন তিনি।
একইসঙ্গে তার কাছে তৃণমূল নেতৃত্বের তরফে কাটমানি নেওয়ার অভিযোগেও সুর চড়ান তিনি। যদিও তার এ ধরনের অভিযোগের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা। এ ধরনের অভিযোগে প্রমাণ দাখিলের দাবি জানান তিনি। অন্যথায়, কেশপুরের মানুষজনের কাছে ক্ষমা চাইতে হবে বলে, কার্যত হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুনঃ মোমের জাদুতে জীবন্ত কিং খান