উত্তরবঙ্গ: ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত চা বাগান সংলগ্ন এলাকা। রাস্তার মধ্যে ভেঙ্গে পড়ে বড় বড় গাছ। উড়ে গেছে বেশ কিছু বাড়ির চালা, ভেঙ্গে পড়েছে ইলেকট্রিক পোল। চালসা মেটেলি রাজ্য সড়কে বড় বড় গাছ ভেঙে পড়ায় যাতায়াত বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় মেটিলি বাজার কলাবাড়ি বস্তি সহ চা বাগানের। ঝড়ের দাপটে মেটেলি রাষ্ট্রভাষা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর, ঘরের ছাদ ক্ষতি হয়।
উপরে যায় ইনডং চা বাগানের বহু গাছ। মেটেলি থানার পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে গাছ সরানোর কাজে লেগে পড়েন। মেটেলি ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। এক কথায় এই দিনের ঝরে লন্ডভন্ড মেটেলি বাজার সহ বিভিন্ন এলাকা।
আরও পড়ুনঃ প্রাতঃ ভ্রমণে পুকুরে তলিয়ে গেলেন বৃদ্ধা