দুর্গাপুর : আবার বিবাহ অভিযান ছবির প্রমোশনে দুর্গাপুরে এলেন রূপলি পর্দার অভিনেতা অভিনেত্রীরা। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতি বাজারে ইন্ডিয়ান সিল্ক হাউস প্রতিষ্ঠানে আসেন তারা। ১৯৭১ সালে কলকাতার রাসবিহারী এলাকায় শুরু হয় ইন্ডিয়ান সিল্ক হাউজের পথ চলা। দুর্গাপুরে (Durgapur) বেনাচিতি এলাকায় প্রায় তিন মাস আগে এই স্টোরের উদ্বোধন করা হয়।
বছরের পর বছর ধরে সুনাম ও সুখ্যাতির সাথে শাড়ির প্রতিষ্ঠান হিসাবে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির নাম ছড়িয়েছে দেশে-বিদেশে। রাজ্যে মোট ১৩ টি জায়গায় এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে। আসাম সিল্ক, বালুচরী, বেনারসি, বোমকাই, জামদানি সহ বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার পাবেন এখানে। আবার বিবাহ অভিযান ছবি প্রসঙ্গে অভিনেতা তথা ছবির লেখক রুদ্রনীল ঘোষ জানান, ছবির গল্পের সঙ্গে শাড়ির একটা গাঁটছড়া রয়েছে।
সে কারণেই ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিতে আসেন তারা। এদিন দুর্গাপুরে আসেন অভিনেতার রুদ্রনীল ঘোষ, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। বাঙালির বারো মাসে ১৩ পার্বণ এর এক পার্বণ হল জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীকে সামনে রেখেই এই ছবির রিলিজ বলে জানালেন কলাকুশলীরা।
আরও পড়ুনঃ অভিষেক এসে পৌঁছাতেই উচ্ছাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা