শিলিগুড়ি: হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছে। অতিথি আপ্যায়ন হোক বা পুরস্কার প্রদান- সবটাই সেরে ফেলছে অনায়াসেই। রক্তমাংসে গড়া মানব নয়, এ এক যন্ত্রমানব। এমনই এক কর্মপটু রোবটের জন্ম দিয়েছেন দেবাশীষ দত্ত। মাত্র ২০০০ টাকায় বাগডোগরার বাসিন্দা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের পড়ুয়া দেবাশীষের এ হেন সৃষ্টিশীল ভাবনায় তাক লাগারই কথা।
ঘরের খেলনা জিনিসপত্র দিয়ে এ ধরনের চলমান রোবট তৈরি চাট্টিখানি কথা নয়। বর্তমানে এই রোবটটি ব্লুটুথ এর মাধ্যমে চালানো হলেও আগামীদিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে উন্নততর কিছু একটা করার পরিকল্পনা রয়েছে তার। সেক্ষেত্রে আগামী দিনে স্বয়ং শাসিত বা স্বয়ং চালিত রোবট তৈরিতে মনোনিবেশ করবে সে, এমনটাই জানালেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া দেবাশীষ।
আরও পড়ুনঃ আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচলেন ট্রেনযাত্রী