নানুর: প্রয়াত রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম তার অনুপ্রেরণা। সেখান থেকেই রকেট , মিসাইল নিয়ে তার কৌতূহল চরমে ওঠে। এবার এসব নিয়ে তার স্বপ্নপূরণ হতে চলেছে। মহাকাশ গবেষণার কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য ডাক পেয়েছেন কীর্নাহারের কিশোরী সৃঞ্জা মল্লিক।
আগামী ১৪ মে থেকে ২৭ মে পর্যন্ত ১৪ দিনের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আয়োজিত অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় এই শিবিরে ডাক মিলেছে তার। মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত অন্তরীক্ষ জিজ্ঞাসা অনুষ্ঠানে যোগ দেবেন নতুনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া সৃঞ্জা। কীর্নাহারের স্টেশন পাড়ার বাসিন্দা সৃঞ্জার বাবা সৌমজিৎ মল্লিক ও মা অদিতি মল্লিক ওই স্কুলেই শিক্ষকতা করেন।
আগামী দিনে মুম্বাই আইআইটি থেকে (Astrophysics)নিয়ে গবেষণা করার ইচ্ছা প্রকাশ করেন সৃঞ্জা। নবম শ্রেণীর পড়ুয়ার এ ধরনের সাফল্যে উৎসাহ জোগাতে এলাকার বিধায়ক বিধান চন্দ্র মাঝি, তৃণমূল নেতা কাজল শেখ মল্লিক বাড়িতে পৌঁছে যান। তাকে সংবর্ধনা জানান তারা।
আরও পড়ুনঃ অমর্ত্য সেনের পাশে শান্তিনিকেতনবাসী