পাণ্ডবেশ্বর: শুক্রবার দিদির সুরক্ষা কবচ ও দিদির দুত কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এদিন, দিদির দূত হিসেবে সাংসদ পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা অঞ্চলের জামবাদ বেনেডি এলাকার দশরথ প্রসাদের বাড়িতে যান। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে রূপালী পর্দার নায়ককে কাছে পেয়ে খুশিতে মেতে ওঠেন বাড়ির লোকজনেরা। শুক্রবার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার অভিযান শুরু হয়েছে। এদিন জামবাদ বেনেডি এলাকায় তৃণমূলের তরফে একটি জনসভার আয়োজন করা হয়।
সভা শেষে বিধায়ককে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়ির উদ্দেশ্যে পা বাড়ান সাংসদ শত্রুঘ্ন সিনহা। এদিন তাকে ঘিরে এলাকার মানুষজনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর দুয়ারে সাংসদ তথা বলি তারকাকে হাতের কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান বাড়ির লোকজনেরা। এদিন, বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান তারা। একইসঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে স্বয়ং সাংসদের উপস্থিতিতে কার্যত আবেগ বিহ্বল হয়ে পড়েন দশরথ প্রসাদের পরিবারের সদস্যরা।
এদিন, সাধারণ মানুষজনের স্বার্থে এ ধরনের অভিনব ভাবনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। একইসঙ্গে এ ধরনের জনমুখী কর্মকাণ্ডের পথিকৃত বাংলা বলেও জানান তিনি। শুক্রবার দিদির সুরক্ষা কবচ ও দিদির দূত কর্মসূচি সফল করতে নিশিযাপন সহ বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত ভাবে জানান এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
আরও পড়ুনঃ মিড ডে মিলে ‘টিকটিকি’