বোলপুর: বর্ষিয়ান নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থা বিশ্বভারতীর। এবার তারই প্রতিবাদে মশাল মিছিল শান্তিনিকেতনে। এদিন রতনপল্লী থেকে অমর্ত্য সেনের প্রতিচী বাড়ি পর্যন্ত মশাল মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানালো শান্তিনিকেতনবাসী।
প্রসঙ্গত বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ তুলেছেন, অমর্ত্য সেন তার শান্তিনিকেতনের বাড়িতে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। চলতি বছর জানুয়ারি মাসে বিশ্বভারতী তরফ থেকে তিনবার চিঠি দিয়ে সেই জমি ফেরত চেয়েছে বিশ্বভারতী। বিশ্বভারতী তরফ থেকে ১৯৭১ সালের ভূমি দখলজারী উচ্ছেদ আইনের হুঁশিয়ারি নোটিশ ধরিয়েছে অমর্ত্য সেনকে।
১৫ দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী। না হলে বল প্রয়োগ করে জমি দখল নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।একজন ভারতরত্ন, বর্ষিয়ান অর্থনীতিবিদ, নোবেলজয়ী বিশ্ববরণ্যের মানুষকে দিনের পর দিন হেনস্থা করছেন উপাচার্য এরই প্রতিবাদে পথে নামলেন তারা। মিছিলটি পোস্ট অফিস মোড় হয়ে শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গণ ছুঁয়ে অমর্ত্য সেনের (Amartya sen)বাড়ি প্রতিচিতে গিয়ে শেষ হয়।
আরও পড়ুনঃ দুর্গাপুর থেকে কেদারনাথ