পুরুলিয়া: আরপিএফ জওয়ানদের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক ট্রেন যাত্রী। বৃহস্পতিবার পুরুলিয়া (Purulia) রেল স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে চলন্ত টাটা দানাপুর এক্সপ্রেসে উঠতে গিয়ে এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, জামশেদপুর থেকে তার ভাগ্নিকে আসানসোল ছাড়তে যাচ্ছিলেন মহম্মদ সাজিদ নামের এক ব্যক্তি।
পুরুলিয়া স্টেশনে বিস্কুট কেনার জন্য নামেন তিনি। কিন্তু হঠাৎই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে ট্রেনের হাতল ধরলেও দেহের ভারসাম্য বজায় রাখতে পারেননি সাজিদ। এই অবস্থায় ৫০ মিটার পর্যন্ত ঝুলতে থাকেন তিনি। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় স্টেশনে। অবশেষে স্টেশনে কর্তব্যরত আরপিএফ (RPF) জওয়ানদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান। বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে খবর মিলেছে।
আরও পড়ুনঃ ‘সাইবার প্রতারণা’, দুর্গাপুরের তিন যুবককে গ্রেফতার দিল্লি পুলিশের