অন্ডাল : ডাকাতির ভূয়ো গল্প ফেদেও কাজে এলো না। পুলিশের জালে ধরা পড়লো অভিযোগকারী ও তার ভাই। উল্লেখ্য গত বুধবার দিনে-দুপুরে অন্ডালের দক্ষিণখন্ডের এক হার্ডওয়ারের দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। দোকানের ক্যাশিয়ার ছোট্টু আকুড়িয়া অভিযোগ করেন, ঐদিন দুপুরে দুই দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে দোকানে ঢোকে।
কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ প্রায় সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা।। ঘটনার প্রায় ঘন্টা তিনের পর ভাই খোকন আকুড়িয়াকে নিয়ে থানায় পৌঁছান ওই ক্যাশিয়ার। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে অন্ডাল থানার পুলিশ। খতিয়ে দেখা হয় দোকানের আশেপাশের সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে দোকানের ক্যাশিয়ার ও তার ভাই ছাড়া তৃতীয় কোন ব্যক্তিকে দোকানে ঢুকতে দেখা যায়নি।
এরপরই পুলিশ নিশ্চিত হয় দোকানের টাকা হাঁতানোর জন্য ভাইকে সাথে নিয়ে ডাকাতির গল্প ফেদেছিলেন ওই ক্যাশিয়ার। পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় দুজনের কথায় অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। শুক্রবার রাতে অভিযুক্ত ছোট্টু আকুড়িয়া ও তার ভাই খোকন আকুড়িয়াকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় নগদ দু লক্ষ টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতের আবেদন চেয়ে শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুনঃ জঙ্গলে আগুন, আতঙ্ক এলাকায়