অন্ডাল: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। ঘটনা অন্ডালের থানা রোড এলাকার। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝেই ব্যাপক হারে পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় থাকা কল থেকে পর্যাপ্ত পরিমাণে জল বের হয় না।
পঞ্চায়েতে তরফে ট্যাংকারের সাহায্যে জল সরবরাহের ব্যবস্থা করা হলেও তা নিয়মিত নয়। শনিবার সকালে ট্যাঙ্কারের আশায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ট্যাঙ্কারে দেখা মেলেনি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযোগ সমস্যা নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি সূরাহা। বাধ্য হয় এদিন প্রথমে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
পরে জলের পাত্র রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভে নামেন এলাকার মহিলারা। বিক্ষোভে সঙ্গদেন পুরুষেরাও। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
আরও পড়ুনঃ CBI-এর উপর ভরসা দিলীপের