বাঁকুড়া (BANKURA) : রাস্তা সংস্কারে বেনিয়মের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ (Road Block) করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। জানা যায়, বাঁকুড়ার সারেঙ্গা(Sarenga) পিড়রগাড়ী মোড় থেকে ব্রাহ্মণডিহা পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ কয়েক মাস আগেই শুরু হয় ।
পূর্ত দফতর থেকে রাস্তার দুই পাশের যে সীমানা নির্ধারন করা হয়েছে তা নিয়ে ক্ষোভ রয়েছে একাংশের। স্থানীয়দের অভিযোগ, , প্রশাসনের উপস্থিতিতে রাস্তার দুই পাশের যে সীমানা নির্ধারন করা হয়েছে সেই সীমানা অনুযায়ী যাদের বাড়ি বা দোকান রয়েছে তাদের মধ্যে অনেকেই সেই সীমানা মেনে দোকান বা বাড়ি ভাঙেননি।
অবিলম্বে সঠিক সীমানা নির্ধারন ও সেই অনুযায়ী রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবীতে রবিবার সারেঙ্গা চৌরাস্তা মোড়ে চার নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষজন। ঘটনার যারে ব্যাপক যানজটের (Traffic Jam) সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারেঙ্গা থানার পুলিশ।
আরও পড়ুনঃ সুকন্যার অ্যাকাউন্টেও গরু পাচারের টাকা!