কাঁকসা: প্রশাসনের নির্দেশে অবশেষে ভরাট পুকুর থেকে মাটি তোলার কাজ শুরু হল। গত কদিন আগে পুকুর ভরাটের অভিযোগে শোরগোল পড়ে কাকসার পানাগর অনুরাগপুরে। অসাধু কারবারিদের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধে তৎপর হয় প্রশাসন। একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে বিএলআরও দপ্তর।
পুকুর ভরাটের কাজ বন্ধ করার পাশাপাশি পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। প্রশাসনের নির্দেশমতো রবিবার জেসিপি দিয়ে ফের পুকুর খননের কাজ শুরু হয়। এ বিষয়ে প্রশাসনিক তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ সহ তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ চরম জলদূর্ভোগ, সমাধানের আর্জি গ্রামবাসীদের