বোলপুর: আগামী দিনে অনুব্রত বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল। বুধবার বোলপুরে জনসভা শেষে এমনই মন্তব্যের পাশাপাশি জেলা তৃণমূল সভাপতির বেআইনি আয়ের প্রসঙ্গ তুলে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি। একইসঙ্গে এ ব্যাপারে শাসক সুপ্রিমোর বিরুদ্ধেও কটাক্ষ করেন তিনি। এদিন,রাজ্যে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সংশয় প্রকাশ করেন লোকসভার বিরোধী দলনেতা।
বুধবার বোলপুরে কংগ্রেসের জনসভা শেষে তার বক্তব্যের সমর্থনে মমতা মোদি সেটিং তত্ত্বের কথাও তুলে ধরেন তিনি। দেশজুড়ে বিজেপি বিরোধী জোটে ভাঙ্গন ধরাতে মমতাকে ব্যবহার করছেন মোদি। তারই নির্দেশে সিবিআইয়ের গতিপ্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে বলেও প্রকারান্তরে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিন, পার্লামেন্ট ভবন উদ্বোধনে কংগ্রেসের বয়কট প্রসঙ্গেও আদিবাসী সমাজের প্রতি অসম্মানের অভিযোগে সোচ্চার হন লোকসভার বিরোধী দলনেতা। সেক্ষেত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে ভবন উদ্বোধনের বিরোধিতা করেন তিনি।
আরও পড়ুনঃ অভাবের মধ্যেই মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট