বারাবনি: জল ট্যাঙ্কার উল্টে বিপত্তি বাধলো দোমহানিতে। ট্যাংকারের জলে ক্ষতির মুখে এক দোকান। বুধবার ঘটনাটি ঘটেছে দোমোহনি বোডিং মাঠের কাছে। জানা যায় স্থানীয় গ্রামে পানীয় জল সরবরাহের জন্য দোমোহানি জল ট্যাংকি থেকে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছিল ট্যাংকারটিতে। বোর্ডিং মাঠের কাছে এসে হঠাৎই উল্টে যায় জল ট্যাঙ্কারটি।
দুর্ঘটনায় অল্পের জন্য প্রানে রক্ষা পান ঘটনাস্থলে সামনে থাকা মানুষজন। তবে উল্টে যাওয়া ট্যাংকার থেকে জল স্থানীয় একটি দোকানে ঢুকে পড়লে জলে ভিজে ক্ষতি হয় দোকানের প্রচুর টাকার জিনিসপত্র। ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন দোকান মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ জল ট্যাংকারটিকে নিয়ে যাওয়া হয় থানায়।
আরও পড়ুনঃ দেশের জন্য সোনা জয় পাঁচ বঙ্গতনয়ার