TvNews10 WEBDESK : দুর্গাপুর ৫৪ ফুট(54 feet road) সংলগ্ন সারদা পল্লী অবস্থিত একটি পুকুরে তলিয়ে (drowning) মৃত্যু বৃদ্ধার।
সূত্রের খবর ৫৪ ফুট সংলগ্ন সারদা পল্লী কালী বাড়ির পাশে অবস্থিত পুকুরে সকাল ছটা নাগাদ এক বৃদ্ধা মহিলার দেহ ভেসে থাকতে দেখা যায়। প্রাতঃভ্রমণে হাঁটতে যাওয়া মানুষ এই দৃশ্য দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে। ফরিদপুর ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যান।
বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর, নাম নির্মলা মন্ডল। তিনি সারদা পল্লী ৫৪ ফুট সংলগ্ন এলাকায় থাকেন।।জানা যাচ্ছে বৃদ্ধা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে তিনি পুকুর পাড়ে বসে ছিলেন। কি করে তিনি তলিয়ে গেলেন তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না। এলাকার মানুষের বক্তব্য পুকুরে এই প্রথমবার কারোর মৃত্যু হল। কিছুদিন আগেই এই পুকুরের গভীরতা (DEPTH) বাড়ানোর জন্য কাটানো হয়েছিল। এলাকায় চাপা উত্তেজনা।
আরও পড়ুনঃ জল ট্যাংকার উল্টে বিপত্তি!