উত্তরবঙ্গ : চা বাগানে চিতার হানায় জখম হলেন এক বৃদ্ধ। সোমবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের নয় নম্বর সেকশনে। সূত্র মারফত জানা যায়, এদিন সকালে ৭০ বছরের জাত্রু মাহালি নামের এক বৃদ্ধ গবাদি পশুর জন্য ঘাস কাটতে চা বাগানে গিয়েছিল।
সেই সময় একটি চিতাবাঘ বৃদ্ধকে পিছন থেকে আক্রমণ করে। চিৎকার শুনে ছুটে আসেন মানুষজন। তড়িঘড়ি বৃদ্ধকে চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
চা বাগানে লাগাতার বন্যপ্রাণীদের হানায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। মানুষজনের নিরাপত্তার কথা ভেবে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
আরও পড়ুনঃ ইসরোর ডাক পেলেন সৃঞ্জা