দুর্গাপুর: নারায়ণ খার্গের অফিসে আচমকা অভিযানে নামল পুলিশ। বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ রাজু ঝা খুনের তদন্তে গঠিত সিটের আধিকারিকরা সিটি সেন্টারে কয়লা মাফিয়া নারায়ণ খারগের অফিসে এসে পৌঁছান। অভিযান চলাকালীন প্রায় দশটি গাড়ি সহ বিশাল পুলিশ বাহিনী ওই কয়লা মাফিয়ার(Coal Mafia) অফিস ঘেরাও করে রাখে। যদিও সে সময় অফিস বন্ধ ছিল বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শক্তিগড়ে শুট আউট (Shoot out) এ কয়লা মাফিয়া রাজুর ঝায়ের (Raju Jha) খুনের তদন্তে অভিজিৎ মন্ডল নামের একজনকে পাকড়াও করেছে পুলিশ। সে কয়লা মাফিয়া নারায়ণ খাড়গের (Nayan kharge) গাড়ির চালক বলে খবর মিলেছে। তবে এদিন এ ধরণের পুলিশি অভিযান সহ রাজু ঝা হত্যাকাণ্ডে নারায়ণ খাড়গের যোগসাজসের অভিযোগ সম্পর্কিত কোন প্রশ্নের সদুত্তর মেলেনি তার আইনজীবী তরফে। তবে এই মামলায় নোটিশ পেলে তার মক্কেল হাজির হবেন বলে জানান ওই কয়লা মাফিয়ার আইনজীবী।
আরও পড়ুনঃ জাল রেল টিকিটের কারবার, গ্রেফতার এক