জামুড়িয়া : ঈদ মিলন উৎসবে রানীগঞ্জের মাজার শরীফের পীর বাবার দরবারে এলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। মঙ্গলবার গোশে বাঙালার মাজারে স্বস্ত্রিক আসেন সাংসদ। এছাড়াও উপস্থিত ছিলেন রানীগঞ্জ ২ নম্বর বোরো চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী খাতুন সহ অন্যান্যরা।
এদিন পীর বাবার মাজারে চাদর চড়ান শত্রুঘ্ন সিনহা। বলিউড অভিনেতাকে কাছে পেয়ে ভিড় জমান বহু ভক্তরা। ঈদের উপহার স্বরূপ সাংসদের হাতে তুলে দেওয়া হয় লাচ্ছা ও ফুলের তোড়া।
আরও পড়ুনঃ ডাকাতির ‘ভূয়ো গল্প’, গ্রেফতার ক্যাশিয়ার ও তার ভাই