পূর্ব মেদিনীপুর: মিড ডে মিল সহ স্কুলের সার্বিক অব্যবস্থার অভিযোগে উত্তাল হল নন্দকুমার। মঙ্গলবার দক্ষিণ হাটগেছিয়া পাণ্ডবসান কানাইলাল বিদ্যামন্দিরের পড়ুয়া সহ অভিভাবকরা পথ অবরোধের পাশাপাশি বিক্ষোভ দেখাতে শুরু করেন স্কুলে। দীর্ঘদিন ধরে স্কুলে নিম্নমানের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকসহ পড়ুয়ারা।
একইসঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারীদের অভিযোগে সোচ্চার হন তারা। জানা গিয়েছে, এদিন বিক্ষোভরত পড়ুয়াদের ধমকাধমকির পাশাপাশি তাদের গায়ে হাত তোলেন প্রধান শিক্ষক বলে ক্ষোভে ফেটে পড়েন সকলেই। তবে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক।
আরও পড়ুনঃ ফের বিশৃঙ্খলা বিশ্বভারতীতে