কাঁকসা: শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বামেদের। দুর্নীতিগ্রস্ত সকলের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে সিপিআইএম। রবিবার বিকেলে সারা রাজ্যের পাশাপাশি পানাগর বাজারের চৌমাথা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
কাঁকসা এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক মন্ডলী সদস্য বীরেশ মন্ডল, সারা ভারত খেতমজুর ইউনিয়ন পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুমন্ত বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম এর কাঁকসা ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক শেখ আব্দুর রহিম, সিপিআইএমের নেতা চিন্ময় নন্দী সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ রায় পুনর্বিবেচনার দাবি বাতিল শিক্ষকদের