মালদা: বন্ধু উঁচিয়ে ক্লাসরুমে দাপাদাপি। পেট্রোল, বোমা বন্ধুক হাতে মালদহের স্কুলে ঢুকল বন্দুকবাজ। পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা। ঘটনা পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের। বুধবার দুপুরে সপ্তম শ্রেণীর ক্লাসে পিস্তল ও পেট্রোল বোমা নিয়ে ঢুকে পড়ে এক ব্যক্তি। ওই বন্দুকবাজ স্থানীয় পঞ্চায়েতের বিজেপির সদস্য রাজু বল্লভ।
জানা যায় পারিবারিক কোন সমস্যার কারণে এদিন পড়ুয়াভর্তি ক্লাসরুমে ঢুকে বন্ধুক উঁচিয়ে রীতিমতো হুমকি দিতে থাকে ওই ব্যক্তি। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে পড়ুয়াদের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষকের ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশাল পুলিশ বাহিনী। শেষমেষ ওই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আরও পড়ুনঃ বাংলার আকাশে ভারত-আমেরিকার যৌথ মহড়া