কাঁকসা : সাইবার ক্যাফের (CYBER CAFE) আড়ালে চলছিল জাল রেল টিকিটের (FAKE RAILWAY TICKETS) রমরমা কারবার। অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল রেল পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম রাজু হালদার। বয়স ২৩ বছর। অভিযোগ সাইবার কাফের আড়ালে আইআরসিটিসির (IRCTC) ফেক আইডি বানিয়ে রেলের জাল ই টিকিট (E-TICKET) বানিয়ে বিক্রি করতেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কাঁকসা থানার অন্তর্গত গোপালপুরে আরপিএফের (RPF) ডেপুটি ইন্সপেক্টর অমরজিতের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, প্রিন্টার ও মোবাইল। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় রেলের তিনটি জাল টিকিট। ধৃতের বিরুদ্ধে ১৪৩ রেল আইনে্র(143 RAILWAY ACT) আওতায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে পেশ করা হবে আসানসোল আদালতে ।
আরও পড়ুনঃ CBI-র জালে তৃণমূলের জীবনকৃষ্ণ