আসানসোল: মোমের জাদুতে জীবন্ত সেলিব্রেটি। মহীশিলার শিল্পী সুশান্ত রায়ের মোমের মিউজিয়ামে এবার বলিউডের কিং খান। শাহরুখ খান (Shahrukh khan) অভিনীত ব্লকবাস্টার সিনেমা পাঠান (Pathaan) ছবিতে অভিনেতার রূপ ফুটিয়েতুলেছেন মোমের মূর্তিতে। শনিবার অভিনেতা শাহরুখ খানের মোমের ভাস্কর্যের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।
আসানসোলের মহীশিলার বাসিন্দা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় জানান, মানুষজনের চাহিদার কথা ভেবেই শাহরুখ খানের ভাস্কর্য বানিয়েছেন তিনি। এদিন এই উদ্বোধন অনুষ্ঠানের পরেই বহু মানুষ ভিড় জমান মহিশীলার ওয়াক্স মিউজিয়ামে (Susanta Ray Wax Museum)।
আরও পড়ুনঃ প্রফেসর শঙ্কুর রোবট দেবাশীষের কাছে