কাঁকসা: মাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য সিভিক ভলেন্টিয়ারের। ফের আরও একবার পুলিশ প্রশাসনের মানবিক মুখ দেখল শহরবাসী। সহযোগিতার হাত বাড়িয়ে দিল কাঁকসা থানার পুলিশ। বুধবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী লক্ষ্মী বাউরির সিট পড়েছে পানাগর বাজার হিন্দি হাই স্কুলে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী বুঝতে পারে সে তার এডমিট কার্ডটি বাড়িতে ফেলে এসেছে। পরীক্ষা হলে ঢুকতে না পারায় কান্নাকাটি শুরু করে দেয় ছাত্রটি।
বিষয়টি এলাকায় মোতায়েন থাকা কাঁকসা থানার পুলিশের নজরে আসতেই ছুটে আসেন তারা। কাঁকসা থানার এএসআই বিশ্বজিৎ বারিক এর নির্দেশে কাঁকসা থানার সিভিক ভলেন্টিয়ার পবন দাস এক মুহূর্ত দেরি না করে পরীক্ষার্থীকে নিজের মোটরসাইকেলের চাপিয়ে সোজা ছুটে যান তার বাড়িতে।
কাঁকসার মোল্লাপাড়ায় পরীক্ষার্থীর বাড়ি থেকে এডমিট কার্ড নিয়ে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই পরীক্ষার্থীকে বিদ্যালয়ের প্রবেশ করাতে সক্ষম হন পবন বাবু। কাঁকসা থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে এই এলাকায় ছুটে আসেন কাঁকসার এসিপি সুমন কুমার জসওয়াল। পরীক্ষা কেন্দ্রে আর কোন সমস্যা আছে কিনা তার খোঁজ খবর নেন তিনি।
আরও পড়ুনঃ অভিনব উপায়ে এটিএম জালিয়াতি খনিশিল্পাঞ্চলে