নানুর: ১৩ বছর পর গ্রামে ফিরলেন বাম সমর্থকেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে ঘরে ফেরা। প্রসঙ্গত ২০১০ সালে এলাকার দাপটে তৃণমূল নেতা মনিরুল ইসলামের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে সিপিআইএম সমর্থক শেখ সানোয়ার ও তার ভাইদের। সালিশি সভার নাম করে পিটিয়ে খুন করা হয় শেখ সানোয়ারের তিন ভাইকে।
পরে অবশ্য অভিযুক্ত মনিরুল ইসলামই লাভপুরের বিধায়ক হন।এই ঘটনার পরই তাদের অন্যান্য পরিবারের সদস্যরা প্রাণভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। ঘর ছাড়া হন শেখ সানোয়ার ও তার বাকি ভাইয়েরা। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন তারা।
কলকাতা উচ্চ আদালতের তরফে ১৬ই মে’র মধ্যে নিহতর পরিবারকে গ্রামে ফেরানোর নির্দেশ দেওয়া হয় পুলিশকে। দীর্ঘ ১৩ বছর পর নিজের ভিটে মাটিতে ফিরে কান্নায় ভাসলেন নিহতদের আত্মীয় পরিবার-পরিজন।
আরও পড়ুনঃ চিতার হানায় যখম বৃদ্ধ