উত্তরবঙ্গ: কন্যাশ্রী টাকা ঢুকলো মাছ ব্যবসায়ীর একাউন্টে। আর এ নিয়েই জলখোলা শুরু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের হরদম নগরে। জানা গিয়েছে, দৌলতপুর হাইস্কুলের উচ্চমাধ্যমিক পাশ করা রিকিতা চৌধুরী কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন। সেই মোতাবেক স্থানীয় বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর খিদিরপুর শাখাতে তার টাকা ঢোকার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কন্যাশ্রীর প্রাপ্য বাবদ ওই টাকা তালসুর গ্রামের এক মাছ ব্যবসায়ীর একাউন্টে ঢুকে যায়।
বিষয়টি জানাজানি হওয়ায় প্রথমে রাজি হলেও পরে টাকা দিতে অস্বীকার করেন ওই মাছ ব্যবসায়ী। আর তাতেই বিপাকে পড়েছেন রিকিতা সহ তার পরিবারের লোকজনেরা। বর্তমানে নার্সিং ট্রেনিং নিচ্ছেন উচ্চ মাধ্যমিক পড়ুয়া রিকিতা। সেক্ষেত্রে কন্যাশ্রী বাবদ প্রাপ্য ২৫ হাজার টাকা আশায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্ত হয়েছেন চৌধুরী পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ভুলত্রুটি খতিয়ে দেখার পাশাপাশি যোগ্য উপভোক্তা তার ন্যায্য পাওনা পাবেন বলে আশ্বাস দেওয়া হয় শাসক নেতৃত্বের তরফে।