মুর্শিদাবাদ : টানা ৭৫ ঘন্টা টানাপোড়নের শেষ। সিবিআই(CBI) এর হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা(JIBAN KRISHNA SAHA)। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর তৃতীয় তৃণমূল বিধায়ক সিবিআই এর জালে।
নিয়োগ দুর্নীতি(SSC RECRUITMENT SCAM) তদন্তে শুক্রবার জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেয় সিবিআই এর টিম। টানা জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাড়ির পেছনের পুকুরে ফেলে দেওয়া বিধায়কের দুটি ফোন ও একটি পেনড্রাইভের খোঁজে তল্লাশি চলে।
পুকুর ছেচে একটি মোবাইল ফোন উদ্ধার করা গেলেও পেনড্রাইভ ও আরেকটি মোবাইল ফোনের খোঁজ এখনো পাওয়া যায়নি। টানা তিন দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার ভোর পাঁচটা নাগাদ জীবনকৃষ্ণকে গ্রেফতার(ARRESTED) করে সিবিআই।
গ্রেপ্তারের পর তৃণমূল বিধায়ককে নিজাম প্যালেসের(NIZAM PALACE) উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকেরা। তবে বিধায়কের অপর একটি মোবাইল ফোন ও পেনড্রাইভ উদ্ধারে তল্লাশি অভিযান জারি রয়েছে। জীবনকৃষ্ণ গ্রেপ্তারের পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তবে সিবিআই আধিকারিকদের গাড়িতে বসে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তৃণমূল বিধায়ক।
আরও পড়ুনঃ গুলিতে ঝাঁঝরা গ্যাংস্টার আতিক ও তার ভাই !