ওয়েব ডেস্ক: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এখনো হয়নি কিন্তু তার আগেই বিরাট রদবদল করা হল প্রশাসনিক স্তরে। বেশ কিছু আইপিএস (IPS) আধিকারিককে স্থানান্তরিত করা হল। আই পি এস জ্ঞানবন্ত সিংকে এ ডি জি আইপিজি থেকে নিয়ে আসা হল এডিজি সিআইএফ এ। আইপিএস নিরাজ কুমার সিং কে সি জি হোমগার্ড থেকে করা হল চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
আই পি এস দেবেন্দ্র প্রকাশ সিং কে আইজিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে নিয়ে আসা হল আইজিপি ট্রাফিক পদে। আইপিএস ডক্টর ভারতলাল মিনাকে আইজিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্থানান্তরিত করা হল আই জি পি বাঁকুড়া রেঞ্জে। আই পি এস অজয় কুমার ঠাকুরকে ডিআইজি সিভিল ডিফেন্স থেকে নিয়ে আসা হল ডিআইজি কারেকশনাল সার্ভিসেস। আগামী দিনে এই রদবদল কি দিক নিদর্শন করে তা সময়ই বলে দেবে।
আরও পড়ুনঃ শ্রমিক শোষণ নয়, জানালেন ঋতব্রত