টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসের উল্টো জাতীয় পতাকা উত্তোলনের উত্তোলনে চাঞ্চল্য দাখাল দিল শিল্পনগরী দুর্গাপুরে। একদিকে যখন সারা দেশ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের মেতে উঠেছে ঠিক সেই সময় পতাকা বিভ্রাটকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙ্গা কলোনী এলাকায়। কলোনির কে ব্লক সংলগ্ন কবরস্থান এলাকায় কে বা কারা উল্টো জাতীয় পতাকা টাঙিয়ে দেয়। ঘন্টাখানেক পর ঘটনা নজরে আসতেই তৎপর হয়ে ওঠে স্থানীয় যুবকরা। যার উদ্যোগে পতাকাটি টানানো হয় তাকে ডেকে সোজা করে ফের পতাকা উত্তোলন করা হয়।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উদযাপন শিল্প নগরীতে