পাণ্ডবেশ্বর: দীর্ঘ এক মাস রোজা রাখার পর শনিবার খুশির ঈদ। সেই উপলক্ষেই সকাল থেকে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিভিন্ন স্থানে নমাজ পাঠ শুরু হয়। পাণ্ডবেশ্বর বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিভিন্ন মসজিদে গিয়ে ইমামদের উপহার প্রদান করেন এবং তাদের সাথে খুশির ঈদে আলিঙ্গনে মেতে উঠেন।
পাণ্ডবেশ্বরের রেল কলোনি, দান্য, মহাল,আরতী গ্রাম, ইছাপুর সহ বিভিন্ন স্থানে ঈদের পবিত্র দিনে নমাজ পাঠ হয়েছে।ছোট থেকে বড় সকলেই নমাজ শেষে ঈদ মোবারক জানিয়ে আলিঙ্গনে মেতে ওঠেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি খুশির ঈদ উদযাপিত হচ্ছে গোটা দুনিয়ায় । দিল্লির জামা মসজিদ থেকে কলকাতার নাখোদা মসজিদ- উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে। আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনারও ।
শনিবার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার ভারতীয় উপমহাদেশে ইদের চাঁদ দেখা গিয়েছিল। এরপর শনিবার ইদের কথা ঘোষণা করা হয়। ইদের চাঁদ দেখতে পাওয়ার পরই দেশজুড়ে শুরু হয়ে যায় উৎসব। উল্লেখ্য, ঈদের দিন নানা রকম রীতিনীতি পালন করা হয় । চলে দেদার খাওয়া-দাওয়া । বিরিয়ানি থেকে শুরু করে সিমাইয়ের পায়েস খাওয়ার প্রচলন রয়েছে এই দিন।
আরও পড়ুনঃ জলের দাবিতে পথ অবরোধ