টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে তাকে একাধিকবার ডেকে পাঠিয়েছে ইডি। গত শুক্রবারই সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডির তলবে হাজিরা দিয়েছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে ইডি এখনই কড়া পদক্ষেপ গ্ৰহন করতে পারবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিদেশযাত্রাতেও কোনও বাধা থাকবে না, সোমবার এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের থেকে সপ্তাহখানেক সময় চেয়ে চোখের চিকিত্সা করাতে সম্প্রতি দুবাই গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কয়লাকাণ্ডের তদন্তে তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইডি। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন অভিষেক। রায় গেল তৃণমূল সাংসদের পক্ষে।
আদালত সূত্রের খবর, উক্ত মামলার শুনানি চলাকালে উভয় পক্ষের দাবি এবং পাল্টা দাবি শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখলেন অর্থাত্ আগামী ৩০ শে সেপ্টেম্বর আদালতের পরবর্তী শুনানির আগে পর্যন্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কোনরকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না ইডি।
আরও পড়ুনঃ সোনালীর মৃত্যু নিয়ে সংশয়