টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : নানা কর্মসূচির মধ্যে দিয়ে শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পালন করা হলো দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয় সেদিন। প্রভাত ফের মাধ্যমে কর্মসূচির সূচনা। প্রভাত ফেরীতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ও এনসিসি সদস্যারা। জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী। কুচকাওয়াজে অংশ নেন এনসিসির মহিলা সদস্যরা। পতাকা উত্তোলনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, দুর্গাপুর মহকুমা আদালতে। উপস্থিত ছিলেন আদালতের বিচারপতিগণ, আইনজীবী মহল, ও আদালতের ল ক্লার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। জাঁকজমক ভাবে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো ইস্পাত নগরীর বিজনের ভারতে ভলিবল ক্লাব।
ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের পূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিডিএ এর ভাইস চেয়ারম্যান কবি দত্ত ,বণিক সভার সভাপতি চন্দন দত্ত, সহ পুরনিগমের একাধিক কাউন্সিলর ও ক্লাব সদস্যরা। ১০০ ফুট স্তম্ভের ওপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের সময় হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি জনসাধারণের নজর কারে।
আরও পড়ুনঃ পার্থর শারীরিক পরিস্থিতি গুরুতর নয়, ফিরিয়ে দিল ভুবনেশ্বর এমস