পশ্চিম মেদিনীপুর: অভাবের মধ্যেও মাধ্যমিকের (Madhyamik) তাক লাগানো রেজাল্ট। মেয়ের ডাক্তার হবার স্বপ্নে দুশ্চিন্তায় বাবা মা। মেয়ের উচ্চশিক্ষায় আর্থিক অনটন বাধা হয়ে দাঁড়াবে না তো। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত তেঘরী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী অর্পিতা চক্রবর্তী ।
এবছর মাধ্যমিকে ৬৭২ নম্বর পেয়েছে অর্পিতা। নুন আনতে পান্তা ফুরানো সংসারে অদম্য জেদ আর কঠিন অধ্যাবসায় ই একমাত্র সম্বল ছিল অর্পিতার। বাবার সামান্য একটি জেরক্স এর দোকান তার ওপরে নির্ভর করেই চলে সংসার অর্পিতার পড়াশোনা। ভবিষ্যতে ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চায় সে।
তেঘরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী ঘনা ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার জানা ভবিষ্যতে অর্পিতার উচ্চশিক্ষায় তার পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ শীঘ্রই আসছে তৃতীয় বন্দে ভারত