অন্ডাল: বুধবার অন্ডালের ধান্দাডিহি গ্রামের শেষ প্রান্তে শ্মশানের নিকট মানুষের মাথার খুলি উদ্ধার হয়। ধান্দাডিহি থেকে রানিগঞ্জ মঙ্গলপুর যাওয়ার প্রধান রাস্তার একেবারে পাশেই কুকুরদের হাড়গোড় নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয় মানুষজন। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জামান এলাকার মানুষজন।
খবর পেয়ে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত দিন ১৫ ধরে এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পাচ্ছিলেন মানুষজন। হঠাৎ করেই এদিন দুপুরে মানুষের মাথার খুলি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খনি অঞ্চল জুড়ে। খুলি ও হাড়গোড়গুলি উদ্ধার করে নিয়ে যায় অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
আরও পড়ুনঃ টোটোর দৌড়াত্মে অতিষ্ঠ শহরবাসী