দক্ষিণ ২৪ পরগনা: গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে বিপত্তি। অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর চম্পাহাটি স্টেশন রোডের মন্ডলপাড়ার। আহত গৃহবধুর নাম খুকুমণি সি। বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূ রান্না করতে গেলে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎই ব্লাস্ট করলে রান্নাঘরে আগুন লেগে যায়।
আগুনে ঝলসে আহত হন খুকুমণি। গৃহবধূর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। আহত গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। পরে দমকল দপ্তরের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ তৃণমূল সরকার ‘ব্যান’-এর সরকার: রুদ্রনীল