টিভি নিউজ টেন ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবসের সিপিএম পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক। এ যেন এক অনন্য নজির। ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় ও সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে যখন রাজ্য রাজনীতি উত্তাল ঠিক সেই সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিএমের কিষান ভবন।
স্বাধীনতা দিবসের দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গাড়ি দার করান সিপিএমের কর্মী সমর্থকরা। একবার অনুরোধ করাতেই বিধায়ক এসে সিপিএম পার্টি অফিসের পতাকা উত্তোলন করেন। এহেন দৃশ্য স্বাভাবিকভাবেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে শিল্পাঞ্চলে। যদিও এ বিষয়ে কোন চর্চাতে যেতে চাননি দুপক্ষই। সিপিএম কর্মী সমর্থকদের নিজের ভাই বলে সম্বোধন করেন বিধায়ক। স্বাধীনতা দিবসের দিন রাজনৈতিক ভেদাভেদ না রাখার কথা বলেন তিনি। বিধায়ক আমাদের ঘরের মানুষ, মন্তব্য সিপিএম কর্মীদের।
আরও পড়ুনঃ মহারাজের সাক্ষাতে পায়ে হেঁটে যাত্রা দম্পতির