পূর্ব মেদিনীপুর: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার দেশের জন্য সোনা জিতলেন পূর্ব মেদিনীপুরের পাঁচ স্কুল পড়ুয়া। তাদের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। প্রসঙ্গত গত ত্রিশে এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওএটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্পোর্টস ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
ভারতের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয় নেপাল, ভুটান, বাংলাদেশ,মায়ানমার ও শ্রীলংকা। প্রতিযোগিতায় সোনাজয়ীদের মধ্যে অন্যতম ছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁচ প্রতিযোগী। এরা হলেন ভগবানপুরের বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্র অমিত মাইতি, অষ্টম শ্রেণির ছাত্রী মৌসুমী গিরি, দশম শ্রেণীর সুপ্রকাশ আচার্য ,অর্পিতা দাস ও পল্লবী ভুইয়া।
সমাজসেবক সন্দীপ মাইতি ও তার স্ত্রী লিপিকা মাইতির উদ্যোগে ভগবানপুর ২ নম্বর ব্লকের মুগবেড়িয়াতে গড়ে ওঠা বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ সংস্থায় প্রশিক্ষিত এই কৃতীরা। কৃতিদের সাফল্যের খুশি পরিবারের লোকজন সহ এলাকাবাসী ও প্রশিক্ষকরা। বুধবার প্রশিক্ষণ সংস্থার তরফে সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকেরা সফল প্রতিযোগীদের পুষ্পস্তবক দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন।
আরও পড়ুনঃ মাথার খুলি উদ্ধারে চঞ্চল্য অন্ডালে