কাঁকসা: জঙ্গলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো কাকশায়। আগুন নেভাতে তৎপর হল দমকল বিভাগ ও বনদপ্তর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পানাগর মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসার চার মাইল এলাকায়। রাস্তার ধারের জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লাগার বিষয়টি লক্ষ্য করেন স্থানীয়রা। ক্রমশ সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলের ভিতরে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। আসেন পানাগর বনদপ্তরের আধিকারিকেরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা রাস্তার ধারের আগুন নেভাতে সক্ষম হলেও জঙ্গলের ভিতরে ঢুকতে পারেননি তারা। জঙ্গলের ভিতরে মেশিনের সাহায্যে শুকনো পাতা সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান বন্কর্মীরা। জঙ্গল রক্ষায় আরো বেশি করে প্রশাসনিক নজরদারি ও সচেতনতার প্রচারের কথা বলেন এক দমকল আধিকারিক।
আরও পড়ুনঃ খুশির ঈদে মেতে উঠল পাণ্ডবেশ্বর সহ শিল্পাঞ্চল