অন্ডাল: এলাকায় বারে বারে দেখা দিয়েছে ধ্বসের আতঙ্ক(Andal)। পুনর্বাসনের দাবিতে খনি পরিবহন বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। ঘটনা ইসিএলের অন্ডালের শংকরপুর খোলামুখ খনি সংলগ্ন দিঘীরবাগান বগুলা ও সিধুলি এলাকার। গত দু মাসে মাঝেমধ্যেই এলাকায় ধস লক্ষ করা গেছে।
রাস্তায় দেখা দেওয়া ফাটল বৃহৎ আকার নিলে মাটি খোঁড়ার কাজ শুরু করে ইসিএল(ECL)। পাশাপাশি খনির নিচে ব্লাস্টিং এর জেরে সাধারণের বাড়িতে ফাটল দেখা যাচ্ছে বলে অভিযোগ। ধসের (Land Slide) আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর।
কর্তৃপক্ষকে বারে বারে জানিয়েও কোন সূরাহা হয়নি। পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার সকালে খনি পরিবহনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট খনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ১৩ বছর পর ঘরে ফিরলেন বাম কর্মীরা