বোলপুর : কৃষকদের অনুমতি ছাড়াই চলছে পাইপ লাইন বসানোর কাজ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের কোন স্টেশনের সামনে বিক্ষোভ জমির মালিকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বীরভূম বোলপুর ইলামবাজার রোডের শিবতলা মোড়ে। খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসলে বোলপুর থানার পুলিশ।
জানা যায়, এই পাম্প স্টেশনটি পারাদ্বীপ, হলদিয়া, বারাবনি পাইপ লাইনের এর সাথে সংযোগ রয়েছে। বর্তমানে জমির মালিকদের অভিযোগ, এই পাইপ লাইনের সম্পূর্ণ কাজটি চলছে তাদের তিন ফসলি জমির উপর দিয়ে। কৃষকদের কোনরকম অনুমতি ছাড়াই জমি কেটে নষ্ট করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
মঙ্গলবার জমির ন্যায্য মূল্যের দাবি তোলেন কৃষক সহ জমির মালিকেরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান জমির মালিকরা। কৃষকদের ন্যায্য দাবি মানা না হলে আগামীদিনে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারী দেন তারা।
আরও পড়ুনঃ পীর বাবার দরবারে সাংসদ