Friday, June 2, 2023

পর্দা ফাঁস নকল বৃহন্নলার!

আসানসোল: রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় করছেন। কখনো বা ট্রেনে বাসে বৃহন্নলাদের টাকা আদায়ের ছবিটা হামেশাই চোখে পড়ে। কিন্তু তারা আসল না নকল- এ বিষয়ে কেউ একটা তেমন মাথা ঘামাতেন না। শুক্রবার দিল্লি কলকাতা সংযোগকারী জাতীয় সড়কের চান্দা মোড়ে এক নকল বৃহন্নলাকে হাতেনাতে ধরে ফেললেন কিন্নর সমাজের প্রতিনিধিরা।

রাস্তায় দাঁড়িয়ে কার্যত জোর করে টাকা আদায় করছে বৃহন্নলারা, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়দানে নামেন কিন্নর সমাজের প্রতিনিধিরা। রাস্তায় একেবারে হাতেনাতে ধরে রীতিমতো মারধর শুরু করেন তারা। তার পরনের শাড়ি ব্লাউজ ধরে টানাটানি করতেই আসল নকলের পর্দা ফাঁস হয়ে যায়। আসলে সে পুরুষ।

বৃহন্নলার সাজে সাধারণ মানুষ জনকে প্রতারণা করত সে। এ ব্যাপারে কিন্নর সমাজের প্রতিনিধিদের বক্তব্য, তারা রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায়ের বিরোধী। সেক্ষেত্রে এ ধরনের কোন অভিযোগ এলে সরাসরি তাদের জানানোর আবেদন করেন তারা। একই সঙ্গে এসবের পেছনে কোন দুষ্টচক্রের হাত রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন কিন্নর সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ পণের দাবিতে শশুরকে মারধর, অভিযুক্ত জামাই

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles

 - 
Arabic
 - 
ar
Bengali
 - 
bn
English
 - 
en
French
 - 
fr
German
 - 
de
Hindi
 - 
hi
Indonesian
 - 
id
Portuguese
 - 
pt
Russian
 - 
ru
Spanish
 - 
es