পশ্চিম মেদিনীপুর: একদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অপরদিকে পানীয় জলের সংকটে জেরবার গ্রামের মানুষজন। স্বাভাবিক কারণেই ,ক্ষোভ জন্মেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের চোদ্দ নম্বর অঞ্চলের লক্ষণচক গ্রামের বাসিন্দাদের মনে। গ্রামের টিউবওয়েল থাকলেও সেটি অকেজ হয়ে পড়ে রয়েছে। বাধ্য হয়ে পানীয় জল জোগাড়ে প্রায় এক কিলোমিটার দূর যেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।
কেউ সাইকেলে করে কেউবা মাথায় করে জলের পাত্র নিয়ে বাড়ি ফিরছেন। সমস্যার সমাধানে বারেবারে প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ। পানীয় জলের সমস্যা মেটাতে অতি দ্রুত প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে শাসকদলকে বিধেছেন স্থানীয় বাম নেতৃত্ব। যদিও অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ মোচা মোকাবিলায় মহড়া