কেদারনাথ: সাধনায় সিদ্ধিলাভ। হিন্দু ধর্মে সাধক বামাক্ষ্যাপার তারা ভক্তির কথা শুনে এসেছি বা ঠাকুর রামকৃষ্ণ পরমহংশ দেবের মাতৃ সাধনা আমরা দেখেছি। বিশ্বাস ভক্তি অন্তরের ভালোবাসা দিয়েই সাধনার কঠিন পথে সিদ্ধিলাভ। এ গল্পটিও ঠিক তেমনি, দেবাদিদে মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করা। দুর্গমপথের কেদারনাথের রাস্তা পেরিয়ে মহাদেবের চরণে পৌছে গেছেন দুর্গাপুরের যুবক।
বর্তমান দিনে আমরা দেখছি ৫০০ টাকায় এক্সিকিউটিভ লাইনে ভিড় জমান মানুষ কিন্তু সেই যুগে দাড়িয়েও আঠেরোশো কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিলেন কেদারনাথে। নিষ্ঠা ভক্তি ধর্মপ্রাণ না হলে কোনভাবেই তা সম্ভব নয়। পদে পদে মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজের স্বপ্নপূরণ করে মহাদেবের কাছে পূজো দিয়ে সুস্থভাবে নিজের বাড়িতে ফিরে এসেছেন শিল্পাঞ্চলের যুবক বিজয় সিং।
আরও পড়ুনঃ উত্তেজনা বশে নিজের যৌনাঙ্গে সূঁচ ফুটিয়ে দেন এক ব্যাক্তি