শিলিগুড়ি: রাজ্য পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই রাজ্যবাসী ও আদালতের। তাই সিবিআই(CBI)না এলে রাজ্যের কোন মামলার সমাধান হবে না। চা চক্রে যোগদান করে এমনই ভাষায় রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার সকালে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে (Jalpaiguri station) নামেন বিজেপি (BJP)সাংসদ। তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মীরা। পরে দলীয় কর্মীদের সাথে এক চাচক্রে যোগ দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সকল মামলার সমাধানের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ভরসার কথা জানান মেদিনীপুরের সাংসদ।
আরও পড়ুনঃ ধর্ষণ ও খুন নিয়ে উত্তপ্ত উত্তর দিনাজপুর