দুর্গাপুর: সাইবার প্রতারণার অভিযোগে দুর্গাপুর থেকে তিন যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ট্রানজিট রিমান্ডে ধৃতদের নিয়ে যাওয়া হল দিল্লিতে। মঙ্গলবার রাতে দুর্গাপুর কোকওভেন থানার বিরভানপুর ও ক্ষুদিরাম কলোনি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। সিম কার্ড জালিয়াতি করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।
ধৃতদের নাম দীপঙ্কর আঁকুড়ে, অনিকেস দাস ও অর্ঘ্য মজুমদার। দিল্লী পুলিশ সূত্রে জানা যায়, দীপঙ্কর অনিকেসের কাছ থেকে সিম কার্ড নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাতে অর্ঘ্য। দুটি সিম কার্ড থেকে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ফোন করা হয়েছে বলে জানা গেছে। আর্থিক প্রতারণার শিকার হয়ে দিল্লি সাইবার ক্রাইম থানায় একাধিক অভিযোগ করেন প্রতারিতরা।
এরপরই তদন্ত নামে দিল্লী পুলিশের সাইবার ব্রাঞ্চ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কোক ওভেন থানার অন্তর্গত এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে পাকড়াও করা হয়। ট্রানজিট রিমান্ড চেয়ে বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশের পর ধৃতদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দিল্লী পুলিশ।
আরও পড়ুনঃ বিদ্যালয়ে বন্ধুকবাজের দাপাদাপি