বীরভূম: সুকন্যার একাউন্টেও ঢুকেছে গরু পাচারের টাকা। ইডির জেরায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অনুব্রতর চাটার একাউন্টেন্ট মনীষ কোঠারি। উল্লেখ্য, ইডির তরফে সূত্র মোতাবেক জেরায় নিজেকে নির্দোষ দাবি করে মনীষের ওপর দোষ চাপান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
তারই পরিপ্রেক্ষিতে নিজেকে নির্দোষ বলে দাবি করার পাশাপাশি অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের ফিক্সড ডিপোজিটের ১৬ কোটি গরু পাচার থেকেই এসেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন মনীষ কোঠারি। তবে ইডির তদন্তে মনীষের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর মিলেছে।
আরও পড়ুনঃ নয়া বেতন চুক্তিতে স্বস্তি শ্রমিক মহলে